গৌতম দেব   - Latest News on গৌতম দেব  | Breaking News in Bengali on 24ghanta.com
শাসনে আক্রান্ত রেখা গোস্বামী

শাসনে আক্রান্ত রেখা গোস্বামী

Last Updated: Friday, June 28, 2013, 11:44

শাসনে দলের মহিলা প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রেখা গোস্বামী। অভিযোগ, বৃহস্পতিবার প্রচারের সময় তাঁদের উপর হামলা চালায় তৃণমূলের বাইকবাহিনী। রেখা গোস্বামী ছাড়াও হামলায় আহত হন সিপিআইএম নেত্রী রমলা চক্রবর্তী। আক্রান্ত হন জেলা পরিষদের প্রার্থী প্রার্থী আসিফ নুরি বেগম সহ আরও অনেকে। তাঁদের আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।